
ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নেপালের প্রখ্যাত নৃত্যগুরু চন্দ্রমান মুনিকর এর পরিচালনায় শুরু হয়েছে মাসব্যাপী চর্যা নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই কর্মশালা উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে চর্যা নৃত্য বিষয়ে আলোচনা করেন নেপাল থেকে আগত নৃত্যগুরু চন্দ্রমান মনিকর এবং স্বাগত বক্তব্য দেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিচালক সোহরাব উদ্দিন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত গোড়ীয় নৃত্য গবেষক প্রফেসর ড. মহুয়া মুখোপাধ্যায় এবং বাংলাদেশের জনপ্রিয় ও বরেণ্য নৃত্যশিল্পী ও পরিচালক আমানুল হক, জিনাত বরকতউল্লাহ, মিনু হক, গেলাম মোস্তফা খান, দীপা খন্দকার প্রমুখ।
প্রতিবেদন: শিপন আলী, সম্পাদনা: সাইফুল ইসলাম