
বাগেরহাট: আত্মসমর্পণের পর অস্ত্র আইনে আটক সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ১৬ জুলাই এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়।
এর আগে মঙ্গলবার (৩১ মে) বিকেল ৩টায় সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ বনদস্যু ৫২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার গুলিসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করে।
পরে ৩১ মে রাতে র্যাব-৮ এর ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ রওফে কাদের মাস্টারসহ ১০ বনদস্যুর নামে মংলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরের দিন ১ জুন বুধবার বিকেলে এই মামলায় তাদের আটক দেখিয়ে মংলা থানা পুলিশ আদালতে প্রেরণ করে।
আটককৃতরা হলেন, সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার (৪৭), সেকেন্ড ইন কমান্ড সোহাগ আকন (৩৭), ফজলু শেখ (৩৫), সোলায়মান শেখ (২৮), মো. শাহিন শেখ (২৮), মো. হারুন (২৪), মো. আরিফ সরদার (২২), মো. আসাদুল ইসলাম (২৭), সুমন সরকার (৩৪) ও মো. সুলতান খান (৫৮)।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/পিএসএস/জাই