
ঢাকা: ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে করা আরো ১০ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এক আবেদনের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। মাহফুজ আনামের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
এসব মামলায় ৭ জুন একই আদালত থেকে জামিন পান মাহফুজ আনাম। এর আগে গত ১১ এপ্রিল তার ৭২টি মামলা স্থগিত করেন হাইকোর্ট। সেসব মামলার স্থগিতাদেশের মেয়াদও আরো ছয় মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। ফলে তার বিরুদ্ধে হওয়া ৮২ মামলার সবকটির কার্যক্রম হাইকোর্টে স্থগিত করা হল।
ডেইলি স্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ ফেব্রুয়ারি এক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে মাহফুজ আনাম বলেন, বিগত ওয়ান ইলেভেনের সময় যাচাইবাছাই ছাড়াই সরকারের একটি বিশেষ সংস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে ‘বিরাট ভুল’ করেছেন।
তার ওই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে ৮৩টি মামলা করেন আওয়ামী লীগ সমর্থকরা। এসব মামলার ১৭টি রাষ্ট্রদ্রোহ ও বাকিগুলো মানহানির অভিযোগে করা হয়েছে। এর মধ্যে সিলেটে করা একটি মামলা নিম্ন আদালতেই খারিজ হয়ে যায়।
এছাড়া ৩ মার্চ ৬৬ মামলায় মাহফুজ আনামকে জামিন দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সংশ্লিষ্ট আদালতগুলো থেকেও বেশ কয়েকটি মামলায় জামিন নেন মাহফুজ আনাম।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এমএস/এসআই