
ডেস্কঃ অপরাধ ছিল, পরিবারের অমতে বিয়ে করা। শাস্তি হিসেবে তাই খুন হতে হল বাইশ বছরের অন্তঃসত্ত্বা মুকাদসকে। গলার নলি কেটে তাকে হত্যা করল তারই মা আমেনা। নির্মম এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।
তিন বছর আগে প্রেম করে মহল্লার ছেলে তৌফিককে বিয়ে করেছিলেন পাঞ্জাবের মুকাদস। বাড়ির অমতেই পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার পেতেছিল সে। মেয়ে অন্তঃসত্ত্বা জানতে পেরে, দিন কয়েক আগে তার মা আমনা কন্যার সাথে যোগাযোগ করেন। মেয়েকে আশ্বস্ত করে, জামাইকে সঙ্গে নিয়ে বাপের বাড়িত আসার জন্য নিমন্ত্রণ করেন।
আট মাসের অন্তঃসত্ত্বা ঐ যুবতী বৃহস্পতিবার ডাক্তার দেখাতে একটি ক্লিনিকে গেলে ঐ ক্লিনিক থেকেই মেয়েকে বাড়িতে নিয়ে আসেন মা। এর পর স্বামী আরশাদ ও ছেলে আদিল এর সহায়তায় গলার নলি কেটে মেয়েকে নিজের হাতে খুন করে আমেনা।
খুন করার আগে তার গর্ভস্থ সন্তানকে নষ্ট করতে ব্যাপক নির্যাতনও করা হয়েছিল বলে তদন্ত রিপোর্টের ভিত্তিতে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি জানান এই অনার কিলিংয়ের ঘটনায় মেয়েটির মা-বাবা-ভাই সহ মোট ৬ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। এদের মধ্যে আরশাদ ছাড়া বাকী সবাই পলাতক আছে।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস