
ডেস্ক: সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই কারিনা কাপুরকে নিয়ে অনেক গসিপ চালু ছিল ইন্ডাস্ট্রিতে। কেউ বলেছিলেন লন্ডনে সন্তানের জন্ম দেবেন তিনি। কেউ বা বলেছিলেন, মুম্বাইয়ের বাইরে কোথাও জন্ম নেবে সাইফ-কারিনার প্রথম সন্তান। কিন্তু সে সব গুজবকে মিথ্যে প্রমাণ করে ২০ ডিসেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলে তৈমুরের জন্ম দিয়েছেন কারিনা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ৩৬ বছর আগে কারিনার জন্মের সময় তার মা ববিতার ডেলিভারি করিয়েছিলেন চিকিৎসক রুস্তম পি সুনাওয়ালা। মঙ্গলবার কারিনার ডেলিভারির সময়ও তিনিই ছিলেন। অর্থাৎ মা ও ছেলের জন্ম হয়েছে একই চিকিৎসকের হাত ধরে। এমন কী কাপুর পরিবারের আরো দুই বিখ্যাত সন্তান রণবীর ও কারিশমার জন্মও হয়েছে এই চিকিৎসকের হাতেই।
দীর্ঘদিন ধরে মুম্বাইতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে সুনাম রয়েছে রুস্তমের। বচ্চন ও কাপুর পরিবারের পারিবারিক চিকিৎসকও তিনি।
এদিকে, কারিনা ও সাইফের ছেলের নাম ঘোষণার পর থেকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে শুরু হয়েছে হুলুস্থুল। তৈমুর আলী খান নাম রাখার কারণে অনেকেই বর্ণবাদী মন্তব্য করছে এই জুটিকে নিয়ে। ইরানি শব্দ তৈমুর অর্থ লোহা।
তৈমুর কারিনার প্রথম সন্তান হলেও সাইফের তৃতীয় সন্তান। সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের ঘরে সাইফের আরও দুই সন্তান রয়েছে। তাদের নাম ইব্রাহিম ও সারাহ।
সম্পাদনা: জাবেদ চৌধুরী