
পটুয়াখালী: জেলার বাউফল উপজেলায় সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী মা ও মেয়েকে গণধর্ষণে জড়িত থাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার এ দুই নেতাকে বহিষ্কার করা হয় বলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খান সাংবাদিকদের জানিয়েছেন।
বহিষ্কৃত দুই নেতা হলেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতেরকাঠি গ্রামের বাসিন্দা এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নুর আলম মল্লিক (৩৫) ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম (৩০)।
অন্যদিকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি নুর আলম মল্লিক। সোমবার বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমিরুল ইসলামের কাছে এ জবানবন্দি দেন তিনি। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় তিনি ধর্ষণের ঘটনার বর্ণনা দিয়ে বিচারকের কাছে জবানবন্দী দেন।
এর আগে গত শনিবার রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামের এক গৃহবধূ (৩৮) ও তার কলেজপড়ুয়া মেয়েকে (১৭) একটি ট্রলারে তুলে ভরিপাশা পয়েন্টে তেঁতুলিয়া নদীর চর ঈশানের কাছে নিয়ে গণধর্ষণ করেন বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগের ওই দুই নেতাসহ আরো পাঁচ জন।
ভিকটিমদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার ও ধর্ষক নুর আলমকে আটক করে। বাকি ধর্ষকরা পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন রোববার বাউফল থানায় পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ধর্ষিত গৃহবধূর স্বামী। কিন্তু পুলিশ একজন ছাড়া কাউকে গ্রেফতার করতে পারেনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই