মা হচ্ছেন না কারিনা!

ডেস্ক: কয়েকদিন আগেই আকাশে-বাতাসে খবর রটে গেছে যে— মা হতে যাচ্ছেন ‘নবাব বধূ’ কারিনা কাপুর খান। কিন্তু কারিনা কাপুর খান নিজে তার গর্ভধারণের খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
‘সম্প্রতি কারিনার কয়েকটি ছবি প্রকাশিত হয়। এতে কারিনার গর্ভধারণের গুজব ছড়িয়ে পড়ে’
সন্তান নেওয়ার খবর সম্পর্কে জানতে চাইলে কারিনা কাপুর বলেন, ‘ঈশ্বরের ইচ্ছা মঙ্গলময়। আমি একজন নারী। কিন্তু এই মুহূর্তে এ বিষয়ে কিছুই বলার নাই। আমাদের কোনও পরিকল্পনা নেই।’ মা হওয়ার খবরটি মিথ্যা কিনা জানতে চাইলে ‘নবাবপত্নী’ জানান, ‘এসব কথা শুনে আমি নিজেই বেশ রাগান্বিত হয়েছি।’
এদিকে কারিনাকে কিছুদিনের মধ্যে আলোচিত ছবি ‘উড়তা পাঞ্জাব’ চলচ্চিত্রে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন শহিদ কাপুর, আলিয়া ভাট, দিলজিৎ দোশাঞ্জ। অভিষেক চুবে পরিচালিত ছবিটি ১৭ জুন মুক্তি পাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস