মিউজিক ভিডিওতে আফ্রি সেলিনা

ঢাকা: পার্পেল ভিশন পিকচারের ব্যানারে সম্প্রতি বান্দরবানের বিভিন্ন লোকেশনে ধারন করা হয়েছে ইভার ‘একটু শুধু ছোয়া’ টাইটেলের মিউজিক ভিডিও। জি সিরিজের ব্যানারে ইভার এক মুঠোরোদ অ্যালবাম রিলিজ হওয়ার পড় একটু শুধু ছোঁয়া বিভিন্ন মহলে আলোচিত হয়। একটু শুধু ছোঁয়ায় পর্দায় দেখা যাবে কথাবন্ধু ফুয়াদ ও সেলিনা আফ্রিকে।
নতুন কাজ নিয়ে উচ্ছ্বাসিত সেলিনা আফ্রি বলেন, ‘৭ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি চেষ্টা করেছি বুঝে ও মেপে কাজ করতে। কি আমি করবো আর কি করবো না। একটু শুধু ছোঁয়া তারই ফলাফল।’
জি সিরিজের ইউটিউব চ্যানেলে দেখা যাবে গানটি। গানটির পরিচালনা করেছেন তানভীর আহমেদ, ক্যামেরায় ছিলেন কাশেফ শাহাবাজী।
গ্রন্থনা: সজিব ঘোষ