
আসিফ আলম, ঢাকা: গত ২৮ মার্চ ছিলো নায়ক শাকিব খানের জন্মদিন। সেই সাথে একই দিনে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের এক শক্তিমান অভিনেতা মিজু আহমেদ। কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হওয়া সত্ত্বেও ওপার বাংলায় নতুন ছবির শুটিং ও নিজের জন্মদিন নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান।
গেল মঙ্গলবার কিছু দৈনিক পত্রিকাসহ কিছু অনলাইন পত্রিকায় প্রকাশ করা হয় এইবার জন্মদিন পালন কররেন না শাকিব খান। কিন্তু বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয় তার জন্মদিন উদযাপনের কিছু ছবি।
এবিষয়ে শাকিব খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কলকাতার নাম ঠিক না হওয়া নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মৃত্যুর সময়ও তিনি কলকাতায় তার ছবির শুটিং এ ব্যস্ত ছিলেন। দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ও একজন শিল্পী সমিতির সভাপতি হওয়া সত্ত্বেও তার এমন বিবেক হীন আচরণে বিস্মিত চলচ্চিত্রের অনেকেই।
বর্তমানে শাকিব খান শ্রী ভেঙ্কেটেশ ফিল্মসের নতুন একটি ছবিতে কাজ করছেন। রাজীব বিশ্বাসের পরিচালনায় ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন নুসরাত ও সায়ন্তিকা।
এদিকে তার মুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশের দুইটি ছবি হচ্ছে ‘অহংকার’ ও ‘সত্তা’।
সম্পাদনা: জাবেদ চৌধুরী