
চট্টগ্রাম: চট্টগ্রামে খুন হওয়া সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর মোবাইলের সিমটি ভোলার এক রিকশাচালকের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো.কামরুজ্জামান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ভোরে ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা (পেশায় চট্রগ্রাম মহানগরীর একজন রিকশাচালক) কাছ থেকে সিমটি উদ্ধার করা হয়েছে। সিম উদ্ধারের আগ পর্যন্ত মিতুর মোবাইলের কোনো সন্ধান পায়নি পুলিশ।
মো.কামরুজ্জামান বলেন, ‘ওই রিকশাচালক নগরীর বাকলিয়া এলাকায় তিন মাস আগে সিমটি খুঁজে পেয়েছিল বলে আমাদের জানিয়েছে। জিজ্ঞাসাবাদের পর নির্দোষ মনে করায় তাকে ছেড়ে দিয়ে আমরা সিমটি নিয়ে ফেরত এসেছি।’
এর আগে গত ২৬ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তার কাছে মিতুর মা শাহেদা মোশাররফ মোবাইলটি সচল থাকার কথা বলেছিলেন।
গত বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিইসি মোড়ে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সদর দফতরে কমর্রত তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় পুলিশ গত আট মাসে একাধিক লোককে গ্রেফতার করলেও মোটিভ সম্পর্কে কোনো ধারণা পায়নি পুলিশ।
প্রতিবেদক: প্রীতম, সম্পাদনা: জাহিদ