
ঢাকা: পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনা বিচ্ছিন্নভাবে না দেখার পরামর্শ দিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য সতর্ক থাকতে হবে।’ একইসঙ্গে তিনি হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
জাতীয় সংসদে রোববার এক সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন রওশন। ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিলো। জঙ্গি উত্থানের ভয়ে বিনিয়োগ হচ্ছে না বলেও মন্তব্য করে তিনি আরো বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না। এ ধরনের ঘটনা সব দেশেই ঘটছে। পুরো পৃথিবীতেই জঙ্গি উত্থান ঘটছে। এটাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না।’
সম্প্রতি পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়ে ঢাকায় আসা বাবুল আক্তার চট্টগ্রামে জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানে ভূমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন। চট্টগ্রাম নগরীর জেইসি মোড়ের কাছে রোববার সকালে ছেলেকে স্কুলবাসে উঠিয়ে দেয়ার সময় তার স্ত্রী মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। জঙ্গিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সংবাদ সম্মেলনে রওশন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ এবং প্রস্তাবিক বাজেটকে ‘আগের বছরের চেয়েও উচ্চাভিলাষী’ আখ্যা দেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই