
চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আবু নছর গুন্নু (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য় জানান, আবু নছর গুন্নু ফরহাদাবাদ মুসাবীয়া মাজারের খাদেম। তিনি ছাত্র শিবিরের সাবেক শীর্ষ ক্যাডার এবং অপহরণ ও হত্যা মামলার আসামী।
মাহমুদা হত্যা মামলায় তাকে অন্যতম সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান দেবদাস ভট্টাচার্য।
তিনি জানান, মোফাজ্জল হোসেনের ছেলে আটক আবু নছর গুন্নু বেশ কিছুদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে ফিরে ওই মাজারের সাথে যুক্ত হন। বর্তমানে তিনি মাজারটির শীর্ষ খাদেমদের একজন।
রোববার সকাল সাড়ে ৬টায় চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড়ের ওয়েল ফুডের কাছাকাছি এলাকায় খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গেলে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তাকে খুন করে পালিয়ে যায়। পুলিশ এটিকে জঙ্গি হামলা বলে মনে করছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/আইকে