
ঢাকা: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার দায় স্বীকার করে নয়, নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে আল-কায়েদা। সংস্থাটির ভারত উপমহাদেশ শাখা আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস) এক বিবৃতি দিয়ে মিতু হত্যার নিন্দা জানিয়েছে। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর প্রকাশ করেছে।
বিবৃতিতে মিতু হত্যার নিন্দা জানিয়ে বলা হয়, ‘এ ধরনের হত্যা ইসলামে অনুমোদনযোগ্য নয়। জিহাদিদের ওপর দোষ চাপাতে এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’
গত ৫ জুন ভোর সাড়ে ছয়টায় ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের ওয়েল ফুডের সামনে মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।
মিতুর স্বামী এসপি বাবুল আক্তার জঙ্গি দমনে সাহসী ভূমিকা রাখায় প্রশংসিত হয়েছিলেন বিভিন্ন মহলে। মিতু হত্যায় কোনো জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যার দায় স্বীকার করেনি।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসপিকে/এসআই