
চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ আসামি ওয়াসিম ও আনোয়ার হোসেনের জবানবন্দী রেকর্ড করেন।
চট্টগ্রাম মে্ট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার সাংবাদিকদের জানিয়েছেন, এই দুই আসামিকে চট্টগ্রামের রাঙ্গুনীয়া থেকে আটক করা হয়েছে, এরা পেশাদার অপরাধী চক্রের সদস্য, তারা ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে।
এর মধ্যে ওয়াসিম কিলিং স্কোয়াডের তিনজনের একজন সে মিতুকে গুলি করেছে, আনোয়ারা হোসেন এই হত্যাকাণ্ডের ব্যাকআপ টিম হিসেবে ঘটনাস্থলে ছিলো, হত্যাকাণ্ডে ৭/৮জন জড়িত ছিলো বলে জানা গেছে, সবাইকে আটকের চেষ্টা চলছে, উল্লেখ করেন তিনি।
ইকবাল বাহার আরো বলেন, ‘দুইজন ভাড়াটিয়া হিসেবে এই হত্যাকাণ্ডে জড়িত হয়েছে বলে স্বীকার করলেও কি কারণে এই খুন হয়েছে তা জানতে আরো তদন্তের প্রয়োজন আছে।’
গত ৫ জুন নগরীর জিইসি মোড় সংলগ্ন বাসার কাছে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন পাচলাইশ থানায়।
আর শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মোরাদিযায় শ্বশুরের বাসা থেকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বাবুল আক্তারকে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/জাই