
চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আটক দুই আসামিকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার চট্টগ্রামের ষষ্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ তাদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হচ্ছে, আবু নচর গুন্নু ও শাহজামান রবিন।
গত বৃহস্পতিবার আবু নচর গুন্নুকে এবং রোববার শাহজামানকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সরকারি আইনজীবী ফখরুদ্দিন।
আদালতে আসামি গুন্নুর আইনজীবীরা উপস্থিত থাকলেও রবিনের পক্ষে কোনো আইনজীবী ছিলো না।
গত ৫জুন নগরীর জিইসি মোড় সংলগ্ন বাসার কাছে দুর্বৃত্তদের হাতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
এরমধ্যে আসামি গুন্নুকে চট্টগ্রামের হাটহাজারী থেকে এবং শাহজামান রবিনকে বায়েজীদ থানাধীন শীতল ঝর্ণা এলাকা থেকে আটক করা হয়।
শনিবার দুপুরে সিএমপি সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা যায় মোবাইল ফোনে কথা বলতে বলতে মিতুর দিকে হেটে যাওয়া যুবক সন্দেহে শাহজাহানকে আটক করা হয়েছে, এই যুবকই সম্ভবত মোটারসাইকেল আরোহী অপর দুইজনের সাথে মিলে মিতুকে ছুরিকাঘাত ও গুলি করেছে।’
সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য জানিয়েছিলেন, আসামি গুন্নুর সঙ্গে জঙ্গি সংগঠনগুলোর যোগসাজস আছে, মিতু হত্যায় সে জড়িত এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
‘বিষয়টি এখনো সন্দেহের তালিকায়ই আছে, তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে সে জড়িত কিনা, উল্লেখ করেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/জাই