
চট্টগ্রাম: আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (দক্ষিণ) সিনিয়র সহকারী কমিশনার মো. কামরুজ্জামানকে নতুন করে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, ‘ডিবির এসআই কাজী রকিব উদ্দিন এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। তার পরিবর্তে মামলাটি তদন্ত করবেন মো. কামরুজ্জামান।’ এই মামলায় গ্রেফতার ছাত্রশিবিরের সাবেক কর্মী আবু নসুর গুন্নুকে রোববার আদালতে নেয়ার কথা রয়েছে। তার আগে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হল।
বর্তমান তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী রাকিব উদ্দিন আহমেদের বিরুদ্ধে ‘শিবির কর্মী’ আবু নছরকে ৩০ লাখ টাকা নিয়ে ফাঁসানোর ‘অভিযোগ উঠেছে’।
৭ জুন রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ফরহাদাবাদ থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে সাবেক শিবির নেতা আবু নছর গুন্নুকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেল ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন কালো রঙের মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মাইক্রোবাসের চালককেও।
৫ জুন সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। ছেলেকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
সম্প্রতি বাবুল আক্তারের পদোন্নতির পর ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই