
চট্রগ্রাম: পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার মূলহোতা সন্দেহে সীতাকুণ্ড থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার। আটককৃত যুবকের নাম মোহম্মদ শাহজামান ওরফে রবিন(২৮)। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার লাকসাম থানায়।
শনিবার দুপুরে সিএমপি সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিং এ কমিশনার বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া মোবাইল ফোনে কথা বলতে বলতে মিতুর দিকে হেটে যাওয়া যুবক সন্দেহে শাহজাহানকে আটক করা হয়েছে, এই যুবকই সম্ভবত মোটর সাইকেল আরোহী অপর দুইজনের সাথে মিলে মিতুকে ছুরিকাঘাত ও গুলি করেছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।
বিষয়টি এখনো সন্দেহের তালিকায়ই আছে, তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে সে জড়িত কিনা। ইকবাল বাহার বলেন, তদন্তের অগ্রগতির বিষয়ে বলার মত এখনো সময় অসেনি, আমরা কাজ করছি সবকিছু নিয়ে, বলার সময় আসলে সবকিছু জানানো হবে।
আটককৃত মাইক্রোবাস সম্পর্কে তিনি বলেন, এটি একটি শিল্প গ্রুপের কাজে নিয়োজিত ছিল, ঘটনার সময় ওই মাইক্রেবাসের সব আরোহিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা ওই সময় অফিসে যাচ্ছিলেন, এবং প্রতিদিন তারা এই সময় ওই পথ দিয়ে অফিসে যান, তাদের কাছ থেকে সন্দেহজনক কিছু এখনো পাওয়া যাযনি।
এদিকে মিতু হত্যা মামলায় গ্রেফতার হওয়া আবু নছর গুন্নু’ র পরিবারের অভিযোগ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল বাহার বলেন, আমি এর জোরালো প্রতিবাদ করছি, আপনারাও বিষয়টি খুঁজে দেখেন এই রকম কিছু পান কিনা, মাজার বিরোধকে একটি অত্যন্ত স্পর্শকাতর মামলার সাথে জড়ানোর কোন সুযোগ আছে বলে আমি মনে করিনা।
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গত ৫জুন ভোর সাড়ে ছয়টায় নগরীর জিইসি মোড়ে তার বাসার কাছে গুলি ও ছুরিবাঘাত করে হত্যা করে মোটর সাইকেল আরোহি তিন দূর্বৃত্ত।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই