
ঢাকা: বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন কাজ করতে যাচ্ছে হলিউডের মারভেল কমিক্স সিরিজের বিখ্যাত অ্যানিমেশন চরিত্র মিনিয়ন ক্যাপ্টেন আমেরিকা। প্রথম সারির বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান ডট থ্রি প্রোডাকশনের ব্যানারে ও স্টুডিও মনস্টার এর সার্বিক কারিগরি সহায়তায় এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছে আকিজ ফুডস এন্ড বেভারেজ লিমিটেড এর ফ্রুটিকা ব্র্যান্ডের জন্য ।
বিজ্ঞাপনটিতে দেখা যাবে মিনিয়ন ক্যাপ্টেন আমেরিকা একটি যুদ্ধে অংশ নেয়। এই বিজ্ঞাপন প্রসঙ্গে নির্মাতা মেহেদি হাসিব নিউজনেক্সবিডিকে জানান, ‘এ ধরনের একটি কাজ আমরা ইতোমধ্যেই করেছিলাম যেখানে ছিলো টম এন্ড জেরি, কিন্তু সেখানে রিয়েল লাইফ শুটিং এর অন্তর্ভুক্তি ছিলো না এবং যেহেতু মিনিয়ন ক্যাপ্টেন আমেরিকা চরিত্র দুটি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় ও স্ট্যাবলিশড ক্যারেক্টার, তাই হলিউডের সাথে মিল রেখেই প্রায় ১ মাস এনিমেশনের সমস্ত ধাপ পার করেই এই বিজ্ঞাপন চিত্রটি বানানো হচ্ছে, যেখানে ধাপে ধাপে ব্যবহার করা হয়েছে ক্যারেক্টার মডেলিং, রিগিং, এনিমেশন, ফ্লুইড ও পারটিক্যাল সিমুলেশন, টেক্সচারিং, রোটস্কোপিং, ম্যাপিং, মাস্কিং, লাইটিং ।’
আগামী জানুয়ারিতেই বাচ্চাদের জন্য নির্মাণ করা এই বিজ্ঞাপন চিত্রটি প্রচারিত হবে দেশের সবকটি চ্যানেলে।
উল্লেখ্য, সম্প্রতি নির্মাতা মেহেদি হাসিব নির্মিত লাক্স সুপারস্টার মীম এর ডেকো ক্ষীর কুকিজ বিজ্ঞাপনটি বোদ্ধা ও দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। ইতিমধ্যেই ডট থ্রি প্রোডাকশন ও স্টুডিও মনস্টারের ব্যানারে নির্মিত আপন জুয়েলার্স, সিমসিম বিস্কিট, প্রাণ মিল্ক ক্যান্ডি, প্রাণ জেমস, সেজান, এসিআই ফান কেক সহ অন্যান্য বিজ্ঞাপন দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিলো।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: প্রণব