
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর মিরপুরে একটি বহুতল আবাসিক ভবন লকডাউন করে ভবনটি কোয়ারেন্টিন করা হয়েছে। মিরপুর-১-এর উত্তর টোলারবাগে ওই বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না, পাশাপাশি ভেতরেও কেউ প্রবেশ করতে পারবেন না।
এ বিষয়ে কঠোর নির্দেশনা ও নজরদারি করা হচ্ছে। জানা গেছে, বাড়িটিতে কয়েকজন বিদেশফেরত বাসিন্দা অবস্থান করছেন। ভবনে ৩০টি পরিবার বসবাস করে।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, ‘ওই বাসার এক ব্যক্তি মারা যাবার পর আইইডিসিআর-এর নির্দেশে আমরা সব করেছি। ভবনটির একটি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাসার অন্য ফ্ল্যাটের বাসিন্দারা সীমিতভাবে বের হতে পারবেন।’
আর মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, ‘বাড়িটিতে কয়েকজন প্রবাসী রয়েছে বলে বাসিন্দারা নিজেরাই ভবনটি লকডাউন করে দিয়েছেন। আমরা কিছু করিনি। বাসিন্দারা নিজেরাই সচেতন হয়ে কাজটি করেছে। আমরা কোনও বাড়ি লকডাউন করার এখতিয়ার রাখি না।’
প্রসঙ্গত, দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুজন মারা গেছেন। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।