মিরপুরে কার্পেটের দোকানে আগুন

ঢাকা: রাজধানীর মিরপুরে একটি কার্পেটের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বরের সেনপাড়া এলাকার আল হেলাল হাসপাতালের উল্টো পাশে একটি ছয় তলা ভবনের নিচ তলার কার্পেটের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন লাগার কোনো কারণ বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
প্রতিবেদন ও সম্পাদনা: ইয়াসিন, মাহতাব শফি