মিরপুরে ভবনে আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বরে একটি ভবনের কার্পেটের দোকানের আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা। সোমবার সকাল ৯টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা করে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এর আগে সকাল ৮টা ২০মিনিটে রাজধানীর মিরপুর-১০ নম্বরের সেনপাড়া এলাকার আল-হেলাল হাসপাতালের উল্টো পাশে একটি ৬ তলা ভবনের নিচ তলায় কার্পেটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ৯টা দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
প্রতিবেদন: মাহতাব শফি, সম্পাদনা: সাইফুল ইসলাম