মিরপুরে শিশু নিখোঁজ, নর্দমায় তল্লাশি

ঢাকা: রাজধানীর মিরপুর একটি শিশু নর্দমায় পড়ে গেছে বলে আশঙ্কা করছে তার পরিবার। শিশুটির খোঁজে ঘটনাস্থলের পাশের নর্দমায় তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার মিরপুর ১১ নম্বর সেকশনের ৫নম্বর এভিনিউয়ে এ ঘটনা ঘটে। শিশুটির নাম সুজন। তার মা মোসাম্মত রুবি বিভিন্ন বাসায় কাজ করেন।
রুবি সাংবাদিকদের বলেন, ‘আমি কাজে যাওয়ার আগে প্রতিদিনের মতই সুজনকে আমার ছয় বছরের মেয়ের কাছে রেখে গিয়েছিলাম। বিকালে কাজ থেকে বাড়ি ফিরে দেখি সুজন নেই।’
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত আটটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। শিশুটির বাসার পাশেই বেশ বড়সর একটি নর্দমা রয়েছে। শিশুটি সেখানে পড়ে যেতে পারে বলেই পরিবার আশঙ্কা করছেন। তাই সেখানে তল্লাশি চালানো হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস