
ঢাকা: পাঁচ ইনিংস পর ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার মুমিনুল হক দেখা পেয়েছেন হাফ সেঞ্চুরির। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারী দলের বোলারদের তুলোধুনো করে তুলে নেন ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরি।
আদিল রশিদের বলে স্টেইট ড্রাইভ খেলে বাউন্ডারির মাধ্যমে নিজের হাফসেঞ্চুরি তিনি পূরণ করেন। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে খুলনায় সর্বশেষ জ্বলে ওঠে মুমিনুল হকের ব্যাট। সফরকারীদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৬৮ রান। পরে আরো চারটি টেস্ট ম্যাচ খেললেও কোনো ম্যাচেই সুবিধে করতে পারেননি কক্সবাজারের এ ক্রিকেটার। বারবার ইনিংস লম্বা করতে গিয়ে হোঁচট খান।
১৪ মাস পর টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে চট্টগ্রামেও ছিলেন ব্যর্থ। প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় বাংলাদেশের ব্র্যাডম্যান হিসেবে খ্যাতি পাওয়া মুমিনুল হককে। আর দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ২৭ রান। অবশেষে ব্যর্থতার খোলস থেকে বেরিয়ে এসেছেন টেস্ট ক্রিকেটের এ ব্যাটিং মাস্টার।
৭১ বলে আট চারে হাফ সেঞ্চুরির ইনিংসটি সাজান মুমিনুল। একইসাথে ১৯ টেস্ট খেলে টেস্ট ক্রিকেটে এক হাজার পাঁচশো রানের মাইলফলকও স্পর্শ করেন। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মুমিনুলের। অভিষেকেই নিজের জাত চিনিয়ে দেন তিনি। করেন ৫৫ রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য মাঠে নামা হয়নি তার। এরপর একে একে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি করে সেঞ্চুরিও আছে তার ঝুলিতে।
প্রতিবেদন: কবির, সম্পাদনা, মাহতাব