
ঢাকা: অবৈধভাবে বসবাসের দায়ে রাজধানীর মিরপুর এলাকা থেকে ৪৪জন নেপালি নাগরিককে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে ডিওএইচএস’র ৭ নম্বর সড়কের ১০৬০ নম্বরের বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ জানান, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানের অভিযোগে পল্লবীর ৭ নম্বর রোডের ১০৬০ নম্বর বাসা থেকে ৪৪ নেপালি নাগরিককে আটক করা হয়েছে। আটকরা বৈধ কোনো পাসপোর্ট বা কাগজপত্র দেখাতে পারেননি।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, আটক নেপালিরা ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিল। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এখানে কাজ করার চেষ্টা করেছিল। কিন্তু সেভাবে কোনও কাজ করতে পারেনি। অবৈধভাবে অবস্থান করায় তাদের আটক করে পল্লবী থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস