
নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ করোনাভাইরাস মহামারীর কারণে সাত মাস বন্ধ থাকার পর ১লা নভেম্বর থেকে দর্শনার্থীদের জন্য খুলছে মিরপুর চিড়িয়াখানার। লকডাউন আর বিধিনিষেধের কড়াকড়ি উঠে যাওয়ার অন্যান্য বিনোদনকেন্দ্রগুলো খুলতে শুরু করেছিল আগেই, এবার চিড়িয়াখানাও খুলে দেওয়ার অনুমতি দিয়েছে সরকার।
স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বেশ কিছু শর্ত সাপেক্ষে ১ নভেম্বর থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিড়িয়াখানা খোলার এ অনুমতি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মিরপুরের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে এসব শর্তের প্রতিপালন নিশ্চিত করতে বলা হয়েছে।
১. চিড়িয়াখানার প্রবেশ পথে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অমোচনীয় রঙ দিয়ে বৃত্তাকার স্থান চিহ্নিত করতে হবে।
২. প্রবেশ ফটকে জীবাণুনাশক টানেল ও ফুটবাথ রাখতে হবে।
৩. প্রবেশ ফটকে থার্মাল স্ক্যানারের মাধ্যমে দর্শনার্থীর দেহের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
৪. চিড়িয়াখানার ভেতরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হাত ধোয়ার জন্য বেসিন ও সাবানের ব্যবস্থা রাখতে হবে।
৫. দর্শনার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
৬. দিনে সর্বোচ্চ দুই হাজার দর্শনার্থীকে চিড়িয়াখানায় প্রবেশের অনুমতি দেওয়া যাবে।
৭. চিড়িয়াখানার গুরুত্বপূর্ণ প্রাণিগুলোর খাঁচার চারপাশে প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করতে হবে।
৮. দর্শনার্থীদের দেখার সময় সকাল ৯টা থেকে বেলা ৩টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
৯. ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে চিড়িয়াখানার ভেতরে কোভিড-১৯ সংক্রান্ত সতর্কতামূলক প্রচার চালাতে হবে।
১০. ষাটোর্ধ্ব ব্যক্তিদের চিড়িয়াখানায় প্রবেশাধিকার বন্ধ রাখতে হবে।