
চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে রোববার ভোর ৪টার দিকে বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের দিকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় বাসটি প্রায় ৩০ হাত দূরে ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন, জোরারগঞ্জ থানা পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গেটম্যান মো. আরিফ।
মিরসরাইয়ের চিনকি আস্তানা রেলস্টেশনের প্রধান স্টেশন কর্মকর্তা মইনুল হুদা মজুমদার জানান, রাত ৩টা ৪০ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি মিরসরাইয়ের বারৈয়ারহাট রেলগেট পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় স্টেশনে ওয়াহেদুর রহমান নামে এক সহকারী স্টেশন মাস্টার কর্মরত ছিলেন।
আহত ১৭ জানের নাম জানা গেছে। তারা হলেন- মো. জায়েল (২২), মো. মারুফ (২৫), মংসিং প্রু মারমা (৪৭), আবাদুল করিম (২৭), লিটন চাকমা (২৪), কমিস্ট ত্রিপুরা (১৯), দীপ্তি চাকমা (৫৬), কর্ম বিকাশ চাকমা (৬০), দেশি ত্রিপুরা (২৮), বাবু ত্রিপুরা (২৩), নিরঞ্জন ত্রিপুরা (২৯), সুজন ত্রিপুরা (২৮), প্রমি ত্রিপুরা (২৪), লোশন দেওয়ান (২৩), পূজন চাকমা (৬০), মীনা চাকমা (৩৫), কুসুম বীথি (৬০)।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান