
টাঙ্গাইল: মির্জাপুরে আবু সাঈদ নুরু (৭০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আবু সাঈদ নুরু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিন খান নিউজনেক্সটবিডি ডটকম’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫ বছর আগে তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে হত্যা করে হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। হত্যা মামালার আসামিরা এখন জামিনে রয়েছেন। আগের হত্যার সঙ্গে এ হত্যার কোনো মিল আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ/জাই