
ডেস্ক: মিশরের স্বৈরচারী এবং অত্যাচারী সরকারের সঙ্গে শিগগিরি কোনো সমঝোতা হবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজ্যব তাইয়্যেব এরদোগান। গত সপ্তাহে রাশিয়া এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তিনি এই মন্তব্য করলেন।
প্রেসিডেন্ট এরদোগানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দোগান সংবাদ সংস্থা জানিয়েছে, মস্কো এবং তেল আবিবের সঙ্গে আঙ্কারার সম্পর্ক পুন:প্রতিষ্ঠার পর মিশরের সঙ্গেও তুরস্ক সম্পর্কন্নোয়ন করতে পারে বলে ধারণা করার পর এরদোগান এই মন্তব্য করলেন। এরদোগান তার ভাষায় বলেন, ‘রাশিয়া এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে যে নীতি মিশরের ক্ষেত্রে তা ভিন্ন অবস্থানে রয়েছে।’
মুরসির ইখওয়ানুল মুসলেমিনের ওপর কঠোর দমন পীড়নের আবারো নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘মিথ্যা অভিযোগের ওপর ভিত্তি করে মুরসি এবং তার বন্ধুদের বিরুদ্ধে শাস্তি দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘এরা আমাদের ভাই। কোনো অত্যাচারী সরকারের সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারি না।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এসজি