
ডেস্ক: আসন্ন নিউজিল্যান্ড এবং মৌসুমের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে অবসরের চিন্তা করবেন বলে জানিয়েছেন পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক।
ইমরান খানকে পিছনে ফেলে পাকিস্তান অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মিসবাহ। সম্প্রতি নিজের ৪৯তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের নেতৃত্ব দিয়ে এ রেকর্ড গড়েন তিনি।
বর্তমানে ৪২ বছর বয়সেও টেস্ট খেলছেন মিসবাহ। যে বয়সে সাধারণত খেলোয়াড়রা অবসর জীবন যাপন করেন। তবে অসাধারণ নেতৃত্ব ও আত্মপ্রত্যয়ী ব্যাটিং দিয়ে পাকিস্তান দলের সাফল্যের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তিনি ৯৬ রান করেছেন।
বর্তমানে নিউজিল্যান্ড সফরে থাকা মিসবাহ স্থানীয় একটি পত্রিকাকে বলেন, অবশ্যই নিউজিল্যান্ড এবং এরপর অস্ট্রেলিয়া সিরিজ। এরপর চিন্তাভাবনা করবো। এটাই আমার লক্ষ্য ছিল। অতএব দেখব এ দু’টি সিরিজ কেমন যায় এবং শারীরিক অবস্থা কেমন থাকে।
অধিনায়ক বলেন, তারা যে শীর্ষ দলগুলোর একটি তা প্রমাণের জন্য ভিন্ন ধর্মী কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে তার দল।
মিসবাহ আরো বলেন, আমরা বিশেষত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে এই দুই সিরিজে চ্যালেঞ্জের অপেক্ষায় আছি। দুটি সিরিজই বেশ কঠিন। পাঁচ/ছয় বছর যাবত আমরা ভালো করছি। এই দলটি ক্রিকেট খেলছে, ছেলেদের উন্নতি হচ্ছে দলকে শীর্ষ স্থানে নিতে ভালো খেলছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পঞ্চমবার পাকিস্তান দলের নেতৃত্ব দিতে পেরে আনন্দিত মিসবাহ। তবে পরিসংখ্যান ও মাইলফলকের নিয়ে ভাবছেন না জানান তিনি।
মিসবাহ বলেন, আমি সব সময়ই বিশ্বাস করি এ সকল সংখ্যা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়। তবে এমন ধরনের মাইলফলক স্পর্শ করতে পারলে সব সময়ই আপনি গর্ব বোধ করবেন। এটা আপনাকে আনন্দ দেবে, তবে আমি বিশ্বাাস করি পারফরমেন্সে। আপনি নিজ দেশ ও দলের হয়ে কতটা জয় এনে দিতে পারবেন সেটাই গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড় তথা একজন অধিনায়ক হিসেবেও এটা তাৎপর্যপূর্ণ।’ সূত্র: ডন ডটকম
সম্পাদনা: জাহিদ