
ঢাকা: মিয়ানমারে ভূমিকম্পে শিশুসহ অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিন জনের মৃত্যু ছাড়াও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বৌদ্ধ মন্দিরও। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩৪ মিনিটে মিয়ানমার, ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশের বেশকিছু এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের চাউক শহরের ২৫ কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।
মিয়ানমারের দমকল বিভাগের কর্মীরা জানান, দক্ষিণ চাউকের ইয়েনানচাউয়াং শহরতলীতে ভূমিকম্পে একটি বাঁধ ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পাক্কোকু এলাকায় একটি তামাক প্রক্রিয়াকরণ কারখানা ধসে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।
এদিকে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অনেক এলাকায় বুধবার ভূমিকম্প অনুভূত হয়। এ সময় রাজধানীর বহুতল ভবন থেকে আতঙ্কে বাইরে বের হয়ে আসে বহু মানুষ। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রতিবেদন: তুসা