
ডেস্কঃ ‘স্ট্যান্ড আপ কমেডি’ বিষয়ক রিয়েলিটি শো মীরাক্কেলের মঞ্চে বাংলাদেশি প্রতিযোগিদের দাপট নতুন কিছু নয়। জামিল হোসেন, ইশতিয়াক নাসির, আনোয়ারুল আলম সজল ও আবু হেনা রনির পর এবার প্রতিযোগিতার নবম আসরে কৃতিত্বের পরিচয় রাখলেন বাংলাদেশের দুই প্রতিযোগী কমর উদ্দিন (আরমান) ও সাইদুর রহমান (পাভেল)।
তারা যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়েছেন। বাংলাদেশের এমদাদুল হক চতুর্থ স্থান দখল করে এবারের আয়োজনে বাংলাদেশিদের অংশগ্রহণকে আরো প্রভাবিত করেছেন।
রোববার বাংলাদেশ সময় রাত আটটায় প্রচারিত হয় পূর্বে ধারণকৃত তিন ঘন্টার গ্র্যান্ড ফিনালে। বিচারক হিসেবে ছিলেন কলকাতার বেশ ক’জন নামী তারকা। প্রতিযোগীরা দুই ধাপে মঞ্চে আসেন তাদের অভিনব পরিবেশনা নিয়ে। উপস্থাপক মীর আফসার আলীর হাস্যরসাত্মক উপস্থাপনার জন্য অনেক আগে থেকেই বাংলাদেশে এই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়।
এ বছর বাংলাদেশ থেকে মোট নয়জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারে। টানা সাত মাস গ্রুমিং ও ছাঁটাই বাছাই শেষে ফাইনাল পর্যন্ত টিকে ছিলেন তিন বাংলাদেশি।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস