
মুম্বাই: বলিউড অভিনেতা শহীদ কাপুর বিয়ে করেন মীরা রাজপুতকে। দীর্ঘ সময় সুন্দরী কারিনা কাপুরের সঙ্গে প্রণয়ের সম্পর্কে থাকলেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি।
তবে স্ত্রী মীরার জীবনেও শহীদ প্রথম প্রেমিক নয়। দিল্লি বিশ্ববিদ্যালযের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মীরা শ্রী রাম কলেজের শিক্ষার্থী থাকা অবস্থায়েই আদিত্য লাল নামে একজনের সঙ্গে সম্পর্কে জড়ান।
ভারতীয় গণমাধ্যম বলিউড ডটকম লাইফ’র প্রতিবেদনে বলা হয়, মীরা এবং আদিত্য একই স্কুলের শিক্ষার্থী ছিলেন। এমনকি স্কুলের পাশের একটি মার্কেটে প্রায়ই তারা একসঙ্গে সময় কাটাতেন। তবে দুই বছর আগে এই সম্পর্কে ফাঁটল ধরে।
এদিকে নিন্দুকরা বলছেন, ‘ফিদা’ অভিনেতার প্রেমে ফিদা হয়েই আদিত্যর সঙ্গে সম্পর্ক ভেঙেছেন মীরা।
গত বছরের ৭ জুলাই নয়া দিল্লিতে বিয়ে করেছিলেন শহীদ-মীরা। আর এখন মীরা রাজপুত সন্তানসম্ভবা। তবে সন্তানের মুখ দেখতে আরো তিন মাস অপেক্ষা করতে হবে এ দম্পতিকে। সূত্র-টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই