মীর কাসেমের রিভিউ আবেদনের সিদ্ধান্ত

ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী রিভিউ আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন। তার সঙ্গে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দেখা করে ছেলে ও আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে তারা ওই কারাগারে গেছেন। মীর কাসেম আলী এ কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, শনিবার বেলা ১১টার দিকে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, ব্যারিস্টার নজিবুর রহমান, আইনজীবী মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার নূরুল্লাহসহ পাঁচ আইনজীবী মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য কারাগারে এসেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই