মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহ: মুক্তাগাছা উপজেলার চেঁচুয়াকুড়িপাড়া এলাকায় ট্রাকচাপায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো দুই জন। শুক্রবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফজলুল করিম জানান, নিহতরা একটি সিএনজি চালিত অটোরিকশা করে জামালপুর থেকে ময়মনসিংহে আসছিলেন। মুক্তাগাছা চেঁচুয়াকুড়িপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও দুইজন আহত হন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসজি