
ঢাকা: মুক্তিযুদ্ধের মূল্যবোধকে জাগ্রত এবং প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন সংগ্রাম করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
বুধবার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণ পর্যন্ত শোভাযাত্রা শেষে তিনি একথা বলেন।
সুলতানা কামাল বলেন, মুক্তিযোদ্ধারা যে আশা নিয়ে যুদ্ধ করে জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের আশা প্রতিষ্ঠা করতে হবে। তাদের প্রতিষ্ঠিত মূল্যবোধকে জাগ্রত করতে সারা জীবন প্রাণপণ সংগ্রাম করতে হবে।
তিনি বলেন, এদেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করতে, জাতীয় পতাকা সমুন্নত রাখতে হবে। যারা মুক্তিযুদ্ধের সম্মান লুট করে, যারা দেশের সম্পদ লুট করে, মানুষের অধিকার লংঘন করে, যারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপরাধ করে এদেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তাদের হাত থেকে মুক্তিযোদ্ধাদের এই পতাকাকে আমরা রক্ষা করবোই করবো। আমরা সবাই জেগে আছি, সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হব।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: প্রণব