মুক্তির দ্বারপ্রান্তে ‘ভয়ংকর সুন্দর’

ডেস্কঃ ‘লাইন’, ‘জেদ’ এবং ‘না মানুষ’; মুক্তি না পাওয়া এসব চলচ্চিত্রের ব্যর্থতা কাটিয়ে ‘জিরো ডিগ্রী’ শেষ অবধি দেখেছিল সিনেমা হলের প্রবেশদ্বার। কিন্তু সেই গতানুগতিক ব্যবসায়িক ব্যর্থতাও দমিয়ে রাখতে পারেনি নির্মাতা অনিমেষ আইচকে।
‘ব্যবসায়িক ব্যর্থতাও দমিয়ে রাখতে পারেনি নির্মাতা অনিমেষ আইচকে’
তার সর্বশেষ সিনেমা ‘ভয়ংকর সুন্দর’ এর শ্যুটিং প্রায় শেষ পর্যায়ে, আগামী মাসে এটি সেন্সর বোর্ডে জমা পড়বে। ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের প্রধাণ দু’টি চরিত্রে অভিনয় করছেন ভাবনা এবং টালিউডের চেনা মুখ পরমব্রত।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস