মুক্তি না পেতেই ৬০ কোটি আয়

ডেস্ক : ‘লগন’ সিনেমার পরিচালক আশুতোষ গোয়ারিকর। ব্যবসা সফল চলচ্চিত্র নির্মানে সিদ্ধহস্ত এই নির্মাতার ‘মহেঞ্জো দারো’ মুক্তি পাওয়ার আগেই সঙ্গীত ও টেলিভিশন স্বত্ব বিক্রি করে ৬০ কোটি রুপি আয় করে নিয়েছে।
‘মহেঞ্জো দারো’ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক রোশন’
হলমুখী দর্শক ও সমালোচকের নাগালে যাবার আগেই লগ্নির বড় একটি অংশ ফেরত পেয়ে খুশী সম্পূর্ণ ইউনিট। ‘মহেঞ্জো দারো’ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক রোশন। তার সহ অভিনেত্রী হিসেবে পর্দায় দেখা যাবে নবাগতা পূজা হেগড়েকে।
সিন্ধু নদের তীরে গড়ে ওঠা সভ্যতায় এক পরিশ্রমী কৃষকের ভূমিকায় দেখা যাবে মূল চরিত্র ঋত্বিক রোশনকে। মূলত তার প্রেম ও জীবন নিয়েই গড়িয়ে চলে সিনেমার কাহিনী। এ বছর ১২ আগস্ট মুক্তি পেতে যাওয়া এ চলচ্চিত্রের সংগীতায়োজন করছেন অস্কার জেতা এ আর রহমান।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস