
কায়রো: দীর্ঘ ছয় বছর আটক থাকার পর অবশেষে মুক্তি পেলেন মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক। শুক্রবার তার আইনজীবী এই তথ্য প্রকাশ করেন।
মুবারকের আইনজীবী ফরিদ আল-দিব জানান, ৮৮ বছর বয়সি মিশরের সাবেক একনায়ক এই শাসক শুক্রবার দক্ষিণ কায়রোর সামরিক হাসপাতাল ত্যাগ করেন। আটক থাকাকালীন অধিকাংশ সময়ই তিনি এই হাসপাতালেই ছিলেন। এরপর তিনি উত্তরাঞ্চলের শহরতলী হেলিওপোলিসে তার বাসভবনে ফিরে যান।
উল্লেখ্য, ২০১১ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর ২০১৩ সালে তোরা কারাগার থেকে তাকে মাদি সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
চলতি মাসের শুরুতে আপিল আদালত ২০১১ সালের অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগ থেকে মুবারককে অব্যাহতি দেন এবং তাকে মুক্তি দেয়ার আদেশ দেয়া হয়।
২০১১ সালে গণ অভ্যুত্থানের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কায়রো, আলেকজান্দ্রিয়া, সুয়েজসহ মিশরের বিভিন্ন শহরে ৮৫০ জন বিক্ষোভকারী নিহত হন। এই হত্যাকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত করে ২০১২ সালে হোসনি মুবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কিন্তু আপিল আদালত পুনর্বিচারের আদেশ দেয়ার পর অবশেষে তিনি হত্যার অভিযোগ থেকে খালাস পান।
১৯৮১ সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকাণ্ডের পর হোসনি মুবারক তার স্থলাভিষিক্ত হন। সূত্র: বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম, প্রকাশ: ইয়াসিন