
ডেস্কঃ নিয়মিত দাঁত ব্রাশ করছেন, মাউথ ফ্রেশনার ব্যবহার করছেন, কিন্তু মুখের দূর্গন্ধ অটল অবিচল? মাঝে মাঝে শুকনো কাশির সাথে দূর্গন্ধযুক্ত হলুদাভ দানা বেরিয়ে আসে? তাহলে নিশ্চিত ধরে নিতে পারেন আপনার টনসিলে পাথর জমেছে, যা দেখে নির্গত হচ্ছে সালফারজাত কটু গন্ধের গ্যাস।
মিউকাস পিন্ড, ব্যাকটেরিয়া আর খাবারের কনা, এই তিন মিলে গড়ে তোলে টনসিলে পাথর। সময়ের সাথে জমাটবদ্ধ পাথর বড় হতে থাকে এবং দূর্গন্ধ সৃষ্টির পাশাপাশি গলা ব্যথা ও খাবার গেলায় অসুবিধা সৃষ্টি করে।
এসব সমস্যার নিরসণে অনেকেই সার্জনের ছুরির নিচে শুয়ে পড়েন, আবার আপনা থেকেই মুক্তি মেলে অনেকের। তবে অপরিসীম ধৈর্য্যের অধিকারী হলে আপনি নিজেও আয়নার সামনে দাঁড়িয়ে পরিস্কার করতে পারেন আপনার টনসিল। নিচের ভিডিওটি একবার দেখে নিয়ে নিজেই লেগে পড়ুন নিজের সমস্যা দূর করতে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুণ।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস