মুন্সীগঞ্জে আ.লীগ নেতার গুলিতে নিহত ১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের পাঁচঘড়িয়া কান্দি এলাকায় আওয়ামী লীগ নেতার গুলিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে পাঁচঘড়িয়া কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অন্য দুজন হলেন- মানিক (৩০) এবং কালু (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১ টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ওয়াহেদুজ্জামান বাবুল ও অপু মোক্তারের সাথে এলাকার লোকজনের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে বাবুল গুলি করেন।
গুলিতে জনি, কালু ও মানিক গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালিয়ে মোক্তার ও বাবুলকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৬টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসপিকে/এসআই