
ঢাকা: অর্থ আত্মসাতের মামলায় মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক বেনজির আহম্মদ গ্রেফতারকৃত মিজানুর রহমানকে সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ৩০ জুন মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ও অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানসহ আটজনের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) গ্রেফতারও হন। পরে তিনি গত ৪ আগস্ট জামিনে মুক্তি পান।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পরষ্পর যোগসাজশে এবং ক্ষমতার অপব্যবহার করে মুন গ্রুপের নামে ১০৮ কোটি টাকা ঋণ মঞ্জুর করে। রাজধানীর কল্যাণপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন দাগ/প্লট নং-৫৫৫ মৌজা-পাইকপাড়ার জমিতে আসামি মিজানুর রহমানের বৈধ মালিকানা ও রাজউক’র বৈধ নকশা না থাকা সত্ত্বেও তাকে ঋণ দেয়া হয়।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে ঋণ মঞ্জুর করা হয়। যেখানে দুদক অনুসন্ধানে ব্যাংকের ৯৪ কোটি ৮ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই