
ডেস্ক: ভারতীয় ভক্তদের মাতাতে মুম্বাইয়ে কনসার্টে গান গাইতে আসছেন মার্কিন সঙ্গীত তারকা জাস্টিন বিবার। আগামী ১০ মে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গাইবেন ২২ বছর বয়সী এই কানাডিয়ান তারকা।
মুম্বাই মিররের খবর অনুযায়ী, ২০১৭ সালের মে মাসে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গান গাইবেন তিনি। মুম্বাইয়ের বিশ্বভ্রমণের অংশ হিসেবে তিনি একটা দিন রেখেছেন বাংলাদেশের জন্য। ৬ মার্চ অস্ট্রেলিয়ায় প্রথম কনসার্টের মাধ্যমে তার বিশ্বভ্রমণ শেষ হবে। গত ডিসেম্বরে জাস্টিন নর্থ আমেরিকার একটি কনসার্টের স্থান ও তারিখ জানিয়েছিলেন। এ মুহূর্তে ৫ আগস্ট বিশ্বভ্রমণের অংশ হিসেবেই থাকছে এ ট্যুর। এ ছাড়া নিউইয়র্ক সিটির লসএঞ্জেলস, নিউইয়র্ক ও বোস্টনে গান গাইবেন তিনি।
ভারতে বিবারের কনসার্ট আয়োজক হোয়াইট ফক্স ইন্ডিয়া খবরটির সত্যতা নিশ্চিত করে জানায়, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কনসার্টটি হবে। ২২ ফেব্রুয়ারি থেকে কনসার্টের টিকেট পাওয়া যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে চার হাজার রুপি করে। এছাড়া বিবারের ভক্তরা টিকেটের জন্য www.bookmyshow.com এই ঠিকানায় রেজিস্ট্রেশন করতে পারবেন।
এ প্রতিষ্ঠানের পরিচালক অর্জুন জৈন বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতে দেখা যায়নি এমন এক মনমাতানো কনসার্ট করতে আসছেন জাস্টিন বিবার। তার অন্ধভক্তদের ৮০ শতাংশই ভারতীয়। তাই এটা হতে যাচ্ছে এ বছরের সবচেয়ে বড় কনসার্ট।’
সম্পাদনা: জাবেদ চৌধুরী