
ওয়াশিংটন: অপরাধীদের চিহ্নিত করতে মুসলিমদের জাতিগত পরিচয়পত্র বা প্রোফাইল তৈরির আহবান জানিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরাধ নির্মূলে বিশেষ সম্প্রদায়ের তথা মুসলিমদের জন্য এটি তৈরির আহবান জানিয়েছেন তিনি।
এতে একজন মানুষ অপরাধ সংঘটনে ঝূঁকিপূর্ণ কিনা তা নিশ্চিত করতে তার জাতি, সম্প্রদায় ও ধর্মকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হবে। ট্রাম্পের এমন প্রস্তাব মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের তৈরি করেছে। সমালোচকরাও বলছেন এটা হলে মুসলিম সম্প্রদায় বিলীন হয়ে যাবে।
গত সপ্তাহে অরল্যান্ডোতে সমকামী নাইটক্লাবে হামলার পর নতুন এই প্রস্তাব তুললেন মুসলিম বিদ্বেষি মন্তব্য করে বার বার সমালোচনার মুখে পড়া ট্রাম্প। সিবিএস মিডিয়ার সাথে এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, অন্যান্য দেশ সফলতার সাথে এমন উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, ‘আমি এ ধরনের প্রোফাইল তৈরিকে ঘৃণা করি, তবে আমাদেরকে কমনসেন্স ব্যবহার শুরু করতে হবে। একটা দেশ হিসেবে প্রোফাইল তৈরি আমরা শুরু করতে পারি। এটা একেবারে খারাপ কোন উদ্যোগ নয়।’
অরল্যান্ডো হামলার পর থেকে আবারো বাগাড়ম্বর শুরু করেছেন ব্যবসায়ী ট্রাম্প। ওই হামলায় ৪৯ জন প্রাণ হারান। হামলাকারী ছিলেন আফগান বংশোদ্ভূত মুসলিম ওমর মতিন। এর আগে মুসলিমদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা চেয়েছিলেন তিনি।
সাক্ষাতকারে আবারও ট্রাম্প মুসলিমদের প্রতি আহবান জানান সন্দেহভাজনদের বিষয়ে পুলিশকে তথ্য দেয়ার জন্য। তিনি বলেন, মসজিদে নিরাপত্তা জোরদারের জন্য তার সমর্থন অব্যাহত থাকবে। এতে মসজিদে বিতর্কিত পর্যবেক্ষণের বিষয়টি আবারো শুরু করার কথা বলেন তিনি। যেটা আদালতে মামলার কারণে বন্ধ রয়েছে।
সিএনএন’র সাথে ভিন্ন এক সাক্ষাতকারে অ্যাটর্নি জেনারেল লরেট্টা লিঞ্চ বলেছেন, এ ধরনের পদক্ষেপ মুসলিম সম্প্রদায়ের সাথে যোগাযোগ কমিয়ে দিয়ে হিতে বিপরীত হতে পারে। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের সাথে আমাদের যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই