
ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে শুরু করার পর থেকেই বল হাতে চমক দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। যে কারণে বিভিন্ন দেশের ক্লাবগুলো মুস্তাফিজকে দলে পেতে মুখিয়ে থাকেন সবসময়। তার আকাশচুম্বী চাহিদার কারণে অল্প দিনেই টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা পরিচিতি পেয়ে গেছেন তিনি।
‘তার আকাশচুম্বী চাহিদার কারণে অল্প দিনেই টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা পরিচিতি পেয়ে গেছেন তিনি’
কয়দিন আগেই ভারতীয় ক্রিকেট লিগ মাতিয়ে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দেশে ফিরে বিশ্রাম শেষে আবার ইংলিশ কাউন্টি খেলতে যাওয়ার কথা রয়েছে তার। কিন্তু ঢাকা লিগের দল মোহামেডানও এবার নিজেদের দলে চাইছে মুস্তাফিজকে।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আর একটি ম্যাচ বাকি রয়েছে। তারপরেই শুরু হবে সুপার লিগের ম্যাচ। শেষ ম্যাচ জিতলেই মোহামেডানের সুপার লিগ নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে মুস্তাফিজ সুস্থ হলে মোহামেডানের হয়ে খেলতে পারবে।
ডিপিএলের প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজকে দলে নিয়েছিল মোহামেডান। মোহামেডানের ক্লাবের পরিচালক সারওয়ার হোসেইন বলেন, ‘মুস্তাফিজ আমাদের খেলোয়াড়। আমরা অবশ্যই তাকে দলে চাচ্ছি। সুপার লিগের আগে আমাদের একটি মাত্র ম্যাচ রয়েছে। সে পরবর্তী ম্যাচগুলোতে চাইলে খেলতে পারবে।’
বোর্ডের ছাড়পত্র নিয়েই ডিপিএলে খেলতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন সারওয়ার হোসেইন। ‘যদি আমরা সুপার লিগে যেতে পারি তাহলে আমরা তাকে সবক’টি ম্যাচ খেলাবো। কিন্তু সবকিছুই নির্ভর করছে তার শারীরিক এবং মানসিক সুস্থতার উপর।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস