মুস্তাফিজকে প্রধানমন্ত্রীর ফোন

ঢাকা: অস্ত্রোপচারের আগে দেশ সেরা পেসার মুস্তাফিজকে ফোন করে অভয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ সময় বিকেল ৫টার কিছু পর লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের।
প্রেস সচিব জানান, টেলিফোনে প্রধানমন্ত্রী মুস্তাফিজের চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত খোঁজ নেন। তাকে সাহস দেন। এ সময় প্রধানমন্ত্রী মুস্তাফিজকে আরও জানান, লন্ডনে অবস্থানরত বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে তিনি চিকিৎসার বিষয়টি সার্বিকভাবে দেখাশোনার জন্য বলে দিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রী মুস্তাফিজের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে এই বাঁহাতি পেসারের জন্য তিনি দেশবাসীকে বিশেষভাবে দোয়া করতে অনুরোধ জানিয়েছেন। প্রেস সচিব ইহসানুল করিম হেলাল জানান, মুস্তাফিজ প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আনন্দে অভিভূত হন। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস