
ঢাকাঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে সোমবার রাত সাড়ে ১০টায় দেশে ফিরেছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ক্রিকেট বিশ্বের এই নতুন বিস্ময়কে বরণ করে নিতে প্রধানমন্ত্রীর তরফ থেকে বিমানবন্দরে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এমনকি আইপিএলে দুর্দান্ত বোলিং করে নিজেকে আরো বড় উচ্চতায় নিয়ে যাওয়ায় মুস্তাফিজকে বাংলাদেশের জাতীয় বীর আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুঞ্জন শোনা যাচ্ছে একই কারণে তাকে দেয়া হবে রাষ্ট্রীয় পদকও!
আইপিএল ফেরত মুস্তাফিজকে ঘিরে এমন উচ্ছ্বাসকে বাড়াবাড়ি হিসেবে দেখছেন কেউ কেউ। ফেসবুকে নাহিদ ধ্রুব নামের একজন লিখেছেন ঠিক এমনটাই। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো।
‘মুস্তাফিজ রে নিয়ে প্রশংসা.. আমাদের আইপিএল দেখা এবং সমর্থন দেয়া ব্যাপারটা এই অব্দি ঠিক ছিলো অন্তত ঠিক না হলেও মেনে নেয়া যায়! কিন্তু এয়ারপোর্টে গিয়ে সংবর্ধনা এবং তারপর মন্ত্রী মহোদয়ের রাষ্ট্রীয় পদক দেয়ার সম্ভাবনা কে আমি ঠিক লুলামির চুড়ান্ত বলে মনে করছি! লজিকে আসি!
প্রথমত আইপিএল একটা দেশের অভ্যন্তরীণ টি-২০ লীগ! এবং সেটা সেই ভারতের যাদের আমরা বেশিদিন না এই টি-২০ বিশ্বকাপে আমাদের বোলার তাসকিন কে নিষিদ্ধ করার জন্য একহাত নিয়েছিলাম! ওয়ানডে বিশ্বকাপে আমাদের ভাষ্যমতে তারাই আমাদের রীতিমত জোচ্চুরিপনা করে কোয়াটার ফাইনাল থেকে সরিয়ে দিয়েছিলো! প্রসঙ্গের খাতিরে তাসকিনের খবর নেয়া দরকার.. তাসকিনের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার আগেই তাকে দিয়ে ডিপিএল খেলানো হচ্ছে.. এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তাকে কবে পাঠানো হবে পরীক্ষা দিতে তা আমার জানা নেই.. কেউ জানলে জানাবেন!
আমরা কিন্তু বেমালুম তাসকিনের কথা ভুলে গেছি! আমরা মত্ত সেই ভারতের জুয়ার লীগ নিয়ে! সেখানে মোস্তাফিজ দারুন করেছে.. তার মানে কি তাকে রাষ্ট্রীয় পদক দিতে হবে? সিরিয়াস্লি? এতে করে মোস্তাফিজ কে সম্মানিত করা হবে নাকি জুয়াড়ি আইপিএল কে? আমি কনফিউজড! আইপিএল কি একটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট? আমরা কি মোস্তাফিজের বদৌলতে বিশ্বকাপ জিতেছি? সানরাইজার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তাতে করে আমাদের ক্রিকেটে কি লাভ হইছে?
সবকিছুর একটা সীমা আছে! ২০০৮ সালে আইসিসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা উদীয়মান বোলারের খেতাব পেয়েছিলেন অজান্তা মেন্ডিস.. তখন তাকে রহস্যমানব বলা হতো.. মেন্ডিসের বর্তমান বোলিং কন্ডিশন কি জানা আছে?
মোস্তাফিজ একটা ছোট্ট লীগের সেরা উদীয়মান বেলার হইছে.. সেরা বোলার কিংবা বেষ্ট উইকেট টেকার’ও নয়.. তাতেই যদি তাকে রাষ্ট্রীয় সম্মান দেয়া হয় তাহলে চোখ বন্ধ করে বলতে পারি তার ভবিষ্যত অজান্তার চেয়ে ভালো কিছু হবে না! লুলামি করতে করতে একটা প্রতিভাকে নষ্ট কইরেন না! লেট হিম প্লে অ্যান্ড লার্ন!’
নিউজনেক্সটবিডি ডটকম/এনডি/টিএস