
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানী অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর নয় কার্যদিবসের ব্যবধানে বেড়েছে ৪৬ দশমিক ৪৬ শতাংশ। স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, এর নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ২০১৬ সালের ২১ ডিসেম্বর অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ছিল ৯ টাকা ৯০ পয়সা। ২০১৭ সালের ৩ জানুয়ারি তা ১৪ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।
৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পোশাক খাতের এ কোম্পানির পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরে বোনাস শেয়ার সমন্বয়ের পর যা ছিল ১ টাকা ১৫ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি ৩৮ পয়সা লোকসান দেখিয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। আগের বছর একই সময়ে যেখানে ইপিএস ছিল ৪৭ পয়সা। পুনর্মূল্যায়নসহ ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৭ টাকা ২৭ পয়সা, পুনর্মূল্যায়ন ছাড়া যা ১০ টাকা ৪৯ পয়সা।
ডিএসইতে সর্বশেষ ১৫ টাকা ২০ পয়সায় এ শেয়ারের লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ৩৩ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন ৮ টাকা ৩০ পয়সা।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব