
রেজা ঘটক: আপনি যে একজন হুজুগে বাঙালি তা আপনার আচরণেই সুস্পষ্ট! বাংলাদেশে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা অনলাইন নিউজ পোর্টালগুলোর বেশিরভাগের দশা ঢাল নেই তলোয়াড় নেই নিধি রাম সর্দার। কপি-পেস্ট-চোরাই-গুজব এসবই এদের সম্বল!
ইদানিং দৈনিক পত্রিকাগুলোও যথাযথ সংবাদের সোর্স উল্লেখ না করে আন্দাজে নিউজ করছে! এটা করছে অনেকটা অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে পাল্লা দিতেই। ফলে তাদের অনেকের প্রকাশিত খবরের প্রতি মানুষ ধীরে ধীরে আস্থা হারাচ্ছে।
অন্যদিকে পাবলিকের হাতে আছে জনপ্রিয় স্যোশাল মিডিয়া ফেসবুক। হলুদ সাংবাদিকতা, গুজব আর হুজুগে বাঙালি জ্ঞানবুদ্ধির বাহারি সংমিশ্রণে এখন প্রতি মিনিটে ফেসবুকে ফাল মারে। জগতের প্রতিটি বিষয়ে সবাই নিজেদের ইচ্ছামত মতামত দিচ্ছে ফেসবুকে। ফলে এক আজব দেশের বিচিত্র মানুষদের নানান কিসিমের চেহারা প্রকাশ পাচ্ছে। এসপি বাবুল আক্তারকে নিয়ে অনলঅইন নিউজ পোর্টালসহ কয়েকটি দৈনিক আজ জনমনে যেসব গুজব ও বিভ্রান্তি ছড়িয়েছে, আর তার প্রেক্ষিতে হুজুগে বাঙালি ফেসবুকে যত ধরনের মন্তব্য করেছে, এখন তার কী হবে!!! এখন দয়া করে সবাই আয়নায় নিজেদের চেহারা একটু দেখেন আবার। আর কোনো ঘটনা সম্পর্কে মুখ ফসকে মন্তব্য করার যে প্রাকটিস করছেন, তা নিয়ে আবার একটু ভাবুন।
একজন মৃত ব্যক্তির চরিত্র নিয়ে যারা তামাশা করেছে, এখন রাষ্ট্রের উচিত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া। এরাই যে কোনো ইস্যুতে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে!
লেখক: সাহিত্যিক।