
ঢাকা: ‘মৃতের সংখ্যা বাড়তে পারে’– উত্তরায় ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের অগ্নিকাণ্ড ঘটনা নিয়ে আলাপ করতে গিয়ে এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান। শুক্রবার রাত সোয়া দশটার দিকে তিনি এ কথা বলেন।
এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার বিধান ত্রিপুরা বলেন, ‘মার্কেটে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যার দিকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ন’টার দিকে বেইজমেন্ট থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
ওদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রধান আলী আহম্মদ খান জানান, অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ইতোমধ্যে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিটি কর্পোরেশনের সাথে একটি যৌথ তদন্ত কমিটিও করা হবে। এ ব্যাপারে ঢাকা উত্তর সিটির মেয়রের সাথে তার আলাপ হয়েছে। রাজধানী উন্নয়ন কর্পোরেশন (রাজউক)’র টিম এসেছে।
‘ভবনটির পিলারের কোনো ক্ষতি হয়নি’ – উল্লেখ করে আলী বলেন, ‘বেজমেন্টে মসজিদ, অফিসসহ নানা স্থাপনা ছিলো। ওখানে এগুলো করা ঠিক হয়নি। বেজমেন্ট খালি রাখা উচিত।’
উল্লেখ্য, প্রাথমিক ধারণা মতে – লিফট ছিঁড়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/টিএস