
ডেস্ক: মৃত্যুর দীর্ঘদিন পর হলেও এইডস ভাইরাস ছড়ানোর অপবাদ থেকে মুক্ত হয়েছেন গেটান ডুগাস। প্যাশেন্ট জিরো নামে পরিচিত সমকামী বিমানকর্মীকে বিজ্ঞান কলঙ্কমুক্ত করেছে। ডুগাস ১৯৮৪ সালে মারা যান কিন্তু ইতিহাসে তার নাম ‘প্যাশেন্ট জিরো’ হিসেবেই আখ্যায়িত করা হয়।
গেটান ডুগাসকে প্রথম আমেরিকায় এইডস ভাইরাস ছড়ানোর অপবাদ দেয়া হয়েছিল। তবে বিজ্ঞানীরা বলছেন, একই সময় আমেরিকায় আরো কয়েক হাজার মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত ছিলেন।
দি জার্নাল নেচার এ প্রকাশিত এক গবেষণায় দেখা যাচ্ছে, ১৯৭০ এর দশকে যে কয়েক হাজার মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে একজন।
প্রতিবেদনে আরো দেখা গেছে, সেই সময় নিউইয়র্ক ছিল ই-ভাইরাসের ছড়ানোর অন্যতম একটি স্থান। ১৯৮১ সালে প্রথম এইডস শনাক্ত করা হয়। ওই সময় সমকামীদের মধ্যে অস্বাভাবিক কিছু নমুনা ধরা পড়ে।
সূত্র-বিবিসি, গ্রন্থনা- ময়ূখ, সম্পাদনা- মাহতাব শফি